চে গুয়েভারা

এর্নেস্তো চে গুয়েভারা – চের স্মরণীয় কিছু উক্তি

এর্নেস্তো চে গুয়েভারা , আর্জেন্টিনীয় বিপ্লবী, চিকিৎসক , মার্ক্সবাদী বুদ্ধিজীবী , গেরিলা নেতা, কূটনীতিবিদ এবং কিউবার বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব । আর্জেন্টিনার দুঃসাহসী এই তরুণ চিকিৎসক মার্ক্সবাদী কিউবায় ফিদেল ক্যাস্ট্রোকে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছিল । ফিদেলের মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি । কিন্তু এই কাজে তিনি বেশি দিন স্থায়ী হন নি । আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় বিপ্লব ছড়িয়ে দেওয়ার জন্য তিনি পদত্যাগ করে কিউবা ছাড়েন । বলিভিয়ায় গণ- অভ্যুত্থান ঘটানোই ছিল তাঁর উদ্দেশ্য । এবং সেখানেই তাঁর জীবনের পরিসমাপ্তি ঘটে ।

‘ নীরবতা এক ধরণের যুক্তি যা গভীর তথ্য বহন করে । ‘

’ বাস্তববাদী হও , অসম্ভব কে চাও । ‘

‘আমি একজন অভিযাত্রিক । ‘

‘ শিক্ষা ব্যবস্থা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে , যেখানে গরীব থেকে ধনী একই শিক্ষায় শিক্ষিত হবে , এমন নয় যাদের টাকা আছে শুধু তারাই শিক্ষিত হবে । ‘

‘মনুষ্য জাতির অভ্যুত্থান বিপ্লবের মাধ্যমে , শুধু ব্যক্তি পর্যায়ে সময়ের আবর্তে বিপ্লবের শক্তি ক্ষয়ে যায় । ‘

‘আমরা কিসের জন্য বাঁচব সেটা আমরা নিশ্চিত হতে পারি না যতক্ষণ না আমরা তার জন্য মরতে প্রস্তুত থাকি । ‘

‘ বিপ্লব গাছে ধরা আপেল নয় যে পাকবে আর পড়বে , বিপ্লব অর্জন করতে হয় । ‘

‘নিষ্ঠুর নেতাদের পতন এবং প্রতিস্থাপন চাইলে নতুন নেতৃত্বকেও নিষ্ঠুর হতে হবে । ‘

’ বিপ্লবী হওয়ার প্রথম কর্তব্য , শিক্ষিত হয়ে ওঠা । ‘

‘পৃথিবীকে দাও তোমাকে বদলে দিতে , তুমি পৃথিবীকে বদলে দিতে পারবে । ‘

‘ নতজানু হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই উত্তম ।’

‘ চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত লড়াই , সবসময় ।’

‘ তুমি তোমার নিজস্ব নিয়ম দ্বারা বসবাস করতে পার । ‘

‘একটি বিপ্লব, একটি জয় অথবা মৃত্যু । ‘

‘যদি আমি হেরে যাই , এর অর্থ এই নয় যে, জয় অসম্ভব ছিল । ‘

‘ যখনি তুমি অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠো , তখনই তুমি আমার একজন সহ- যোদ্ধা । ‘

‘আমি মুক্তিদাতা নই , মুক্তিদাতার অস্তিত্ব নেই , যতক্ষণ মানুষ নিজে মুক্তিকামী হয় । ‘

‘ বিপদ জানার পরও আমায় বিপ্লবের রহস্য বলতে দাও , বিপ্লব সবসময়ই গভীর আবেগ আর ভালোবাসা দ্বারা পরিচালিত হয় , সত্যিকার আবেগ আর ভালোবাসা ছাড়া বিপ্লব অসম্ভব । ‘

‘ সত্যিকারের বিপ্লবী পরিচালিত হয় গভীর ভালোবাসার অনুভূতি দ্বারা । ‘

‘ এবং কিছু ব্যাপার পরিষ্কার , আমরা চমৎকার ভাবে শিখেছি একজন সাধারণ মানুষের জীবন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদের চেয়েও বেশি দামী । ‘

‘ প্রতিদিন মানুষ তাদের চুল সুন্দর পরিপাটি করে , কেউ কেন হৃদয় পরিপাটি করে না । ‘

‘সর্বোপরি একজন বিপ্লবীকে সবসময় দৃঢ় ভাবে বিশ্বের যেকোন প্রান্তে সংঘটিত যে কোন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে । ‘

‘আমি জানি তুমি আমাকে হত্যা করতে এসেছো , গুলি করো , তুমি শুধু একজন মানুষকেই হত্যা করতে যাচ্ছ ( তার বিপ্লবী চেতনাকে নয় ) । ‘

‘ যে কথা কাজের সাথে মেলে না তা গুরুত্বহীন । ‘

‘ অনেক অর্জন করতে হলে অবশ্যই প্রথমে সবকিছু হারাতে হয় । ‘

_ এর্নেস্তো চে গুয়েভারা

tor-e-tokka.com# h/@.

 

ছবিঃ সংগ্রহ

আরও খবর