ক্রিকেট দল

টস জয়ের পর ব্যাটিংয়ে টাইগাররা

দুবাইয়ের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টাইগার অধিনায়ক মাশরাফি ১৪তম এশিয়া কাপের মিশন শুরু করেছে টস জয়ের মাধ্যমে।শ্রীলংকার বিপক্ষে কয়েনটি আকাশে তুলে দিলেন মাশরাফি, এরপর টস জিতে ব্যাট হাতে তুলে নেবার ঘোষণা দিলেন টাইগার নেতা।

গত আসরের ফাইনালে খেলা টিম বাংলাদেশ এই প্রথম বার দুবাইয়ের ২২ গজি উইকেটে ওডিআই খেলতে নামলো।

তবে মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিমের দুবাইতে খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সেটাই দলের ভরসা। অপরদিকে শ্রীলংকার দুবাইতে ওডিআই, টেস্ট বা টি-টোয়েন্টি খেলার বহু বছরের অভিজ্ঞতা রয়েছে টাইগারদের।

ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ার বড় কারণ হতে পারে রাতে শিশির বিন্দুর প্রভাব। যেখানে পেসাররা সুবিধা পেতে পারেন। অন্যদিকে আগে ব্যাট করলে ব্যাটিং বান্ধব পিচকে ব্যবহার করে বড় রান তোলার লক্ষ্য রয়েছে বাংলাদেশের।

টস জিতে ব্যাটিং নেয়ার ক্ষেত্রে তাই বড় রকম কোনো চিন্তা ভাবনা করতে হয়নি টাইগার দলপতি মাশরাফিকে।

ম্যাচের শুরু থেকে সবচেয়ে বড় রহস্য ছিল কেমন হতে যাচ্ছে আজকের ম্যাচের একাদশ। ম্যাচ শুরুর আগে তামিমের অনামিকায় এবং মুশফিকুর রহিমের পাঁজরের ব্যথার কথা সংবাদ মাধ্যমে চাউর হয়। ফলে এই দুইজন খেলবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়। তবে শেষ পর্যন্ত তামিম এবং মুশফিক দুজনই সেরা একাদশে খেলছেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর